Banglar Chokh | বাংলার চোখ

সুন্দরগঞ্জে প্রেস ক্লাব’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ১৯ মার্চ ২০২৩

সুন্দরগঞ্জে প্রেস ক্লাব’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

1

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘প্রেসক্লাব সুন্দরগঞ্জ’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 
 শনিবার সকালে ক্লাব কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারীর প্রতিনিধি হিসেবে ছিলেন দহবন্দ ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জাপা সভাপতি আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা। ক্লাব'র প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু বক্কর সিদ্দিক'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ক্লাব'র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস আলী সরকার, সহ-সাধারণ সম্পাদক নূর আলম মিয়া। বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে নাজমুল হোসেইন আকন্দ সবুজ, মানিক চন্দ্র বর্মণ, সুমন মিয়া, ফিরোজ কবীর প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়