Banglar Chokh | বাংলার চোখ

পাইকগাছায় সাংবাদিকদের মিলনমেলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ২০ মার্চ ২০২৩

পাইকগাছায় সাংবাদিকদের মিলনমেলা

নিজস্ব ছবি

খুলনার পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ) এর বার্ষিক মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী উপজেলায় নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহীম গার্ডেন এ্যান্ড পার্কে এমএসএফ এর দুই উপজেলা পাইকগাছা ও কয়রা কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। উৎসব মূখর এই অনুষ্ঠানে অংশনেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন, এমএসএফ’র উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. আলাউদ্দীন রাজা, প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ, অ্যাড. শিবু প্রসাদ সরকার, মো. আমিরুল ইসলাম, শেখ সেকেন্দার আলী। সংগঠনের পাইকগাছা কমিটির সভাপতি এফএম বদিউর জামান, সিনিয়র সহ-সভাপতি মহানন্দ অধিকারী মিন্টু, সহ-সভাপতি আব্রাহাম সরকার, সাধারন সম্পাদক মো. আশরাফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল (শিক্ষানবিশ আইনজীবি), দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সামাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক একে আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হেকিম এসএম খলিলুর রহমান, কার্যকরি সদস্য ইকবাল হোসেন, জিএম জাকির হোসেন মিন্টু, সোহাগ পান্না অজিয়ার, আসাদুজ্জামান মিঠুন, এম জালাল হোসেন ও মশিউর রহমান। কয়রা কমিটির সভাপতি তারিক হাসান লিটু, সাধারন সম্পাদক মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, আবির হোসেন, যুগ্ম-সম্পাদক মিনহাজ দিপু, ক্রীড়া সম্পাদক জাফর ইকবাল, কার্যকরি সদস্য ইউনুচ আলী বাবু, আরাফাত হোসেন জয়, সুমন হোসেন, জিয়াউল হাসান ও সোহরাব হোসেন প্রমুখ। উল্লেখ্য, মিলন মেলায় অংশ নেওয়া সকলে পার্কে ঘুরাঘুরি ও ছবি তোলার পাশাপাশি প্রস্তাবিত সুন্দরবন জেলা সংলগ্ন উপকূলীয় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল অধিকার আদায়ে এক প্লাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়