
নিজস্ব ছবি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে,আল্লাহর রহমতে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম রহমতুল্লাহ সাহেবের ব্যক্তিগত সহকারী হিসেবে ১৪ বছর ৩ মাস অতিক্রান্ত হওয়ার পথে। ঢাকা ১১ আসন ভাটারা,বাড্ডা, রামপুরা ও খিলগাঁও বি ব্লকের ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত।এ আসনের বাসিন্দা,বিভিন্ন পেশার বাসিন্দা, বিভিন্ন দলের রাজনৈতিক অনুসারী,বিভিন্ন স্কুল -কলেজের ছাত্র শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,মসজিদ ও মাদ্রাসার মুসুল্লিবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া, এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারের বিভিন্ন সময়ের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি,আমার বিরুদ্ধে আমার অফিসে কে বা কারা চাঁদাবাজির অভিযোগ এনেছে, কিন্তু কোথায় ও কিভাবে চাঁদাবাজি করেছি তা আমি নিজেই অবগত নই।কিন্তু দূর্ভাগ্য ও পরিতাপের বিষয় হচ্ছে, যিনি অভিযোগ করেছেন,তিনি প্রকাশ্যে আসছে না,এমনকি তাকে আমার সামনাসামনিও করছে না।
আপনাদের নিকট তাই সবিনয়ে জানতে চাচ্ছি,আমার দ্বারা ২০০৯ সাল হতে কোনো প্রকার ভালো অথবা মন্দের শিকার বা ক্ষতিগ্রস্ত হলে,যে কোনো অভিযোগ কমেন্টস আকারে প্রকাশ করলে উপকৃত হবো ও সেই সাথে নিজকে জাতীয় সংসদের কর্মস্হল হতে প্রত্যাহার করে নেব।এমনকি যে কোন শাস্তি মাথা পেতে নেব। সেইসাথে আমার এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।আল্লাহ তায়ালা আমাদের সকলকে সহি বুজ ও হেদায়েত দান করুন।