
ফাইল ফটো
দৈনিক ইনকিলাবের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সংবাদদাতা ডিএম রিয়াজুল ইসলাম (৫২) আর নেই (ইন্না লিল্লাহে---রাজেউন)। তিনি উপজেলার সিংগাইর পৌর এলাকার ৩নং ওয়ার্ড আজিমপুর মহল্লার মৃত.দেওয়ান রফিকুল ইসলামের পুত্র। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৬ টায় হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। বিকাল ৩টায় নামাযে জানাজা শেষে পৌর এলাকার আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ডিএম রিয়াজুলের মৃত্যুতে সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুদ্দিন, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ ও প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ শোক প্রকাশ করেছেন।সিংগাইর প্রতিনিধি