Banglar Chokh | বাংলার চোখ

বগুড়ায় হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

মমিনুর রশীদ শাইন, বগুড়া

প্রকাশিত: ২২:২৮, ২০ মে ২০২৩

বগুড়ায় হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব ছবি

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিক পালন ও সংগঠনের বগুড়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 শনিবার (২০ মে) শহরের টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এদিন সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ডা. এন সি বাড়ই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ও সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। সম্মেলন উদ্বোধন করেন জয়পুরহাট জেলার প্রেসিডিয়াম সদস্য ও পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল। 

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত। আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন। সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি সাগর কুমার রায়, নারী ও শিশু নির্যাতন দমন বগুড়া ট্রাইব্যুনালের-১ স্পেশাল পিপি এ্যাড. নরেশ মুখার্জি। এসময় সংগঠনটির জেলা উপজেলা ও পৌর শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়