
ফাইল ফটো
সৈয়দপুরে স্কুল,কলেজ ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে বিভিন পদক্ষেপ গ্রহন ও প্রতিষ্ঠান প্রধানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমত থাকাসহ নতুন ধারার সুচনায় নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
এতে উপজেলার ৫৭টি প্রতিষ্ঠান প্রধানদের সর্বসম্মতিতে হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীকে সভাপতি ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনের অন্যান্যরা হলেন - সহ সভাপতি পদে আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আফজাল বিন নাজির ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা। সহ সাধারন সম্পাদক হয়েছেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মে. মোখলেছুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ পদে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদরাসার সুপার মো. রফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সহ দপ্তর ও প্রচার সম্পাদক পদে মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সামসুল ইসলাম। এছাড়া কমিটির কার্যকরী সদস্য হয়েছেন যথাক্রমে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদরাসার সুপার মো. আনোয়ারুল ইসলাম শাহ্,কশানিজ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক ও শ্বাষকান্দর ব্যাঙ্গমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম। সংগঠনটির সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরী জানান, আগামি দুই বছরের জন্য সংগঠনের ওই কমিটি গঠনের লক্ষ্যে গেল ২ মে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। এতে সকলের সম্মতিতে ওই কমিটি গঠণ এবং ২০ মে বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ১০ জন প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা ও কমিটির আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার অবসরে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা ও কমিটির আত্মপ্রকাশ করা হয়।