banglarchokh Logo

পাঁচ নারী ফুটবলার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
বাংলার চোখ
 পাঁচ নারী ফুটবলার করোনায় আক্রান্ত

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কাঁপছে সারা বিশ্ব। প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশেও। আর ক্রীড়াঙ্গনেও এসেছে দুঃসংবাদ।

মেয়েদের ফুটবলে হানা দিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, জাতীয় নারী দলের পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন।

তাঁরা হলেন, কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই মোগিনী। বাফুফে ভবনে আইসোলেশনে আছেন তাঁরা। তাদের হালকা উপসর্গ আছে।

তাঁরা মেয়েদের ফুটবল লিগ খেলছিলেন। গত ১২ এপ্রিল করোনা পরীক্ষা করা হলে জানা যায় তারা পজিটিভ।

শুধু ফুটবলেই নয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খানও কদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালেও ভর্তি হন।

খুব বেশি জটিলতা না থাকলেও সতর্কতা হিসেবে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে আকরাম খানকে।

আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়। অবশ্য তাঁর পরিবারের আন্যদের নেগেটিভ আসে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com