banglarchokh Logo

আফগান নারীদের ক্রিকেট খেলার সম্ভাবনা রয়েছে

স্পোর্টস ডেস্ক
বাংলার চোখ
 আফগান নারীদের ক্রিকেট খেলার সম্ভাবনা রয়েছে

নারীদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গির উলটো কথা বলে চমকে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি।

শুক্রবার অস্ট্রেলীয় একটি গণমাধ্যমে তিনি বলেছেন, এখনো আফগান নারীদের ক্রিকেট খেলার সম্ভাবনা রয়েছে। এএফপি।


ফজলি জানান, এ প্রস্তুতির জন্য গভর্নিং বডি শিগগিরই একটি রূপরেখা তৈরি করবে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’

তিনি জানান, নারী ক্রিকেট দলের ২৫ জন সদস্য আফগানিস্তানে রয়ে গেছে এবং তারা আফগানিস্তান থেকে না-পালানোর সিদ্ধান্ত নিয়েছে।’

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com