banglarchokh Logo

যুক্তরাষ্ট্রে জিএসপি ফেরত পাওয়া সহজ হবে না: বিজিএমইএ সভাপতি

ডেস্ক রিপোর্ট
বাংলার চোখ
 যুক্তরাষ্ট্রে জিএসপি ফেরত পাওয়া সহজ হবে না: বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, যুক্তরাষ্ট্রে জিএসপি (শুল্কমুক্ত রপ্তানি সুবিধা) ফেরত পাওয়া সহজ হবে না।

এক মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, `জিএসপি ফেরত না পাওয়ার কারণটা রাজনৈতিক ইস্যু। আমাদের তৈরি পোশাক খাত কখনও জিএসপির আওতায় ছিল না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধান অনুযায়ী, স্বল্পোন্নত দেশগুলোর ৯৭ শতাংশ পণ্যে উন্নতি দেশগুলো শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিতে বাধ্য। এরপরও যুক্তরাষ্ট্র সুকৌশলে ওই ৯৭ শতাংশ পণ্যের শধ্যে আমাদের তৈরি পোশাক খাতকে রাখে নাই। তারপরও সফরে এ বিষয়ে কথা বলেছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।`

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম, মিরান আলী অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com