banglarchokh Logo

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেখ তোফাজ্জ্বল হোসাইন,নাটোর থেকে
বাংলার চোখ
 সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর দেশের বিভিন্ন স্থানে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ ও বসতবাড়ীতে লুটপাটের প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করা হয়েছে তা রাষ্ট্র বিরোধী। এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পৌর মেয়য় ও পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি, আইনজীবী প্রসাদ কুমার তালুকদার, খদেন্দ্রনাথ রায় প্রমুখ।
মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে পূজা উদযাপন পরিষদের আয়োজনের জেলার ১২টি সংগঠন অংশগ্রহন করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com