banglarchokh Logo

সিংড়ায় দীপাশা ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তাল গাছের চারা রোপণ

মোঃ এমরান আলী রানা সিংড়া প্রতিনিধি
বাংলার চোখ
 সিংড়ায় দীপাশা ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তাল গাছের চারা রোপণ

নাটোরের সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত ঠেকাতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার দু পাশ দিয়ে ১ হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে দীপাশা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার বিকালে সিংড়া পৌরসভার নিংইন এলাকায় এ কাজের শুভ উদ্বোধন করেন দীপাশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ ফারজানা রহমান দৃষ্টি, এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
দীপাশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ ফারজানা রহমান দৃষ্টি জানান, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে প্রতিবছর হাজার হাজার সাধারণ মানুষের প্রাণ হানির ঘটনা ঘটছে। এর একটি বড় কারন দেশে আগের তুলনায় তালগাছ অনেক কমে গেছে। তাছাড়া তাল গাছ একটি উপকারী গাছ। যা থেকে ফল,কাঠ ও জালানি পাওয়া যায়। সব মিলেই আমরা এই উদ্যোগ নিয়েছি। দীর্ঘ সময়ের এই বৃক্ষের ফল আমরা না পেলেও আমাদের পরবর্তী প্রজন্ম পাবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com