ছবি:সংগৃহীত
প্যারিস অলিম্পিকে মরক্কো রীতিমতো উড়ছে। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়েছিল তারা, যদিও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ইউক্রেনের কাছে। এরপর ইরাককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে দলটি। কোয়ার্টার ফাইনালে মরক্কো হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।
হারিয়েছে বললে অর্থটা তত স্পষ্ট হয় না, যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মরক্কো। পিএসজির মাঠে আশরাফ হাকিমিদের জয় ৪-০ গোলে।
৪ গোলের ম্যাচে প্রথমার্ধে কেবল একটি গোল করে মরক্কো। ২৯ মিনিটে পেনাল্টি থেকে সেই গোলটি করেন সুফিয়ানে রাহিমী। এরপর গোল পেয়েছেন ইলিয়াস আখোমাচ, আশরাফ হাকিমি ও মেহদি মাহৌব। ৯০ মিনিটে মাহৌবের গোলটি পেনাল্টি থেকে।
সেমিফাইনালে আগামী ৫ আগস্ট জাপান-স্পেন ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে মরক্কো।