
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে তাওহীদ হৃদয় আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন। টি-টোয়েন্টি অভিষেকে ১৪১.১৭ স্ট্রাইকরেটে ২৪ রান করার পর ওয়ানডে অভিষেকে ৮৫ বলে করেন ৯২ রান। আক্রমণাত্মক ক্রিকেট খেলার সেই ধারা প্রায় প্রতি ম্যাচেই বজায় রেখেছেন তিনি। বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহেও চান হৃদয় ভয়ডরহীন ক্রিকেট খেলুন।
বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। টাইগাররা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে এক ম্যাচ বাকি থাকতেই। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শেষ ম্যাচে সাকিব আল হাসান বাহিনী লড়বে টিম ইন্ডিয়ার বিপক্ষে। ওই ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হৃদয়। সেখানেই হাথুরুর ব্যাপারে কথা বলেন তিনি।
হৃদয় বলেন, ‘তিনি (কোচ) আমার পাশে এসে বসেছিলেন। বললেন, তোমার ভয়ডরহীনভাবে খেলা উচিত। যেটা আমি সাধারণত করে থাকি। কোচ বললেন, তুমি প্রত্যেক ম্যাচে রান পাবে না, তার জন্য খেলার ধরন পরিবর্তন করা যাবে না।’
খেলার চরিত্রই ভালো ও খারাপের মিশেলে। এই আঙিনায় কোনো দিন ভালো যাবে, কোনো দিন খারাপ। খারাপ কাটানো দিনগুলো থেকে ভুল শোধরে নেয়াই বুদ্ধিমানের কাজ। হৃদয়ও জানালেন, তারা আগের ভুলগুলো শোধরাতে চান। তিনি বলেন, ‘পূর্বে করা ভুলগুলো আমাদের ঠিক করতে হবে। ভুল শোধরে একটা ভালো জয় নিয়ে দেশে ফিরতে চাই।’
তিনি আরও বলেন, ‘আগে যা হয়ে গেছে, আমরা সেগুলো নিয়ে ভাবছি না। সামনের ম্যাচের দিকেই সবার নজর। ভারতের সঙ্গে ম্যাচটায় আমরা ভালো কিছু করতে চাই। যেন শেষটা জয় দিয়ে হয়।