Banglar Chokh | বাংলার চোখ

এশিয়ান গেমসে আত্মঘাতী গোল মিয়ানমারের কাছে হারল বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

এশিয়ান গেমসে আত্মঘাতী গোল মিয়ানমারের কাছে হারল বাংলাদেশ

ছবি:সংগৃহীত

এশিয়ান গেমসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। আত্মঘাতী গোলে ১০ জনের মিয়ানমারের কাছে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।

চীনের হাংঝুর জিয়াওশান স্পোর্টস কম্পেক্সে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ১-০ গোলে হেরেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

শক্তির বিচারে বেশ এগিয়ে মিয়ানমার। তবে লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ ছিল গোলশূন্য। আর্জেন্টিনার লিগে খেলতে যাওয়ায় জামাল, এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলা থাকায় মোরসালিন, আনিসুর রহমান জিকোসহ একাধিক তারকা ছিলেন না দলে। যার কারণে শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে তাদের মধ্যে লড়াইয়ের মানসিকতা দেখা গেছে দ্বিতীয়ার্ধেও। কেবল ভাগ্য সহায়ক হয়নি রহমতদের।

 ৫১ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে রবিউল হাসানের নেয়া জোরালো শট বারে লেগে বেরিয়ে যায়। হাফ ছেড়ে বাঁচে মিয়ানমার। ৬৮ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডি-বক্সে প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে উল্টো বল নিজেদের জালে জড়িয়ে বসেন ডিফেন্ডার মুরাদ হাসান। ৭ মিনিট পর লড়াইয়ে ফেরার দারুণ এক সুযোগ তৈরি হয় কাবরেরার শিষ্যদের সামনে।
 
মিয়ানমারের জুয়ে খান্ত মিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। হার নিয়েই তাই আসর শুরু করতে হয়েছে কাবরেরার শিষ্যদের।
 
 এশিয়ান গেমসে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে। এই দুই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ে পরের রাউন্ডে যাওয়া বেশ কঠিনই হতে যাচ্ছে কাবরেরা বাহিনীর জন্য।

সর্বশেষ

জনপ্রিয়