ছবি:সংগৃহীত
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়ে জিতলেও ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ফলে এই ম্যাচটা বাংলাদেশের কাছে আলাদা গুরুত্ব বহন করছে। ইংলিশরা মানসম্পন্ন দল হওয়ায় এই ম্যাচটা লাল-সবুজদের জন্য পরীক্ষার। যদিও এমন ম্যাচে ব্যাট হাতে শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। শুরুতেই হারিয়েছে ওপেনার লিটন দাসের উইকেট। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লিটন।
বাংলাদেশ একাদশে পরিবর্তন
প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজকে দিয়ে অধিনায়কত্ব করানো হলেও দ্বিতীয় ম্যাচে নাজমুল শান্ত অধিনায়কের ভূমিকায়। এই ম্যাচে শুরুর একাদশে নেই হাসান মাহমুদ ও মুস্তাফিজের মতো তারকারা। যেহেতু প্রস্তুতি ম্যাচ তা তাদের পরবর্তীতে নামার সুযোগ আছে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গত কয়েকদিন দেশের ক্রিকেটে নানা আলেচিত-সমালেচিত ইস্যুকে পেছনে ফেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে নিউজিল্যান্ড সিরিজে হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানের দল। এবার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ সোমবার (২ অক্টোবর) গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।