স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:৫৬, ৭ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
এবারের অ্যাশেজ সিরিজে সুবিধা করতে পারছে না ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্টে হেরেছিল দুদিনে। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টেও লড়াই জমাতে পারেনি সফরকারীরা, অস্ট্রেলিয়া ৮ উইকেটে জিতেছে চারদিনেই। পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিক দল।
দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটে নেমে ৭৬.২ ওভারে ৩৩৪ রানের প্রথম ইনিংসে থামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া থামে ৫১১ রানে, ২১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের দল ৭৫.২ ওভারে ২৪১ রানে আটকে অজিদের কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারে। যা ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।
রোববার লক্ষ্য তাড়ায় নেমে ২২ রানে পার্থ টেস্টের অগ্রণী ট্র্যাভিস হেড বিদায় নেন গাস অ্যাটকিনসনের বলে বোল্ড হয়ে। তখন দলীয় রান ৩৭। আর ৪ রান যোগ হতেই মার্নাস লাবুশেন সাজঘরে ফেরেন অ্যাটকিনসের শিকারেই, ৩ রান করে।
দুই উইকেট পতন বাধা হয়ে দাঁড়ায়নি সহজ জয়। ৯ বলে দ্রুতগতির ২৩ রান করে জিতে মাঠ ছাড়েন অধিনায়ক স্টিভেন স্মিথ। ১৭ রানে অপরাজিত থাকেন জেক ওয়েদার্ল্ড।
রোববার চতুর্থ দিনের শুরুতে বেন স্টোকস ও উইল জ্যাকসের ৯৬ রানের জুটি ভাঙেন ৫ উইকেট শিকার করা মাইকেল নেসার। ৪১ রানে বিদায় নেন জ্যাকস। জুটির সাথে শেষ হয়ে যায় ইংলিশদের শেষ আশাটুকুও। বাকি ৩ উইকেট দ্রুত তুলে নেন অজিরা। ফিফটি করে রান বাড়াতে পারেননি স্টোকস, নেসারই ফেরান তাকে।
অ্যাটকিনসনকে ৩ রানে ফেরান ব্রেন্ডন ডগেট, ব্রাইডন কার্স ৭ রান করে সাজঘরে ফেরেন নেসারের পঞ্চম শিকার হয়ে। আড়াইশর আগেই থামে ইংলিশদের দ্বিতীয় ইনিংস।