ঢাকা, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

২৫ অগ্রাহায়ণ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

আমিরুলের হ্যাটট্রিক

অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার্স ট্রফি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫

অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার্স ট্রফি বাংলাদেশের

আমিরুল ইসলাম ছবি :সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়েই প্রত্যাশার চেয়েও ভালো খেলছে বাংলাদেশ। ভিন্ন ছবি এঁকেছেন আমিরুলরা। ফ্রান্স-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছেন। কোরিয়া ও ওমানকে তো হেসে-খেলে হারিয়েছেন।

আজ মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ১৭ তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার্স ট্রফি। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। যা ষষ্ঠ ম্যাচে তার পঞ্চম হ্যাটট্রিক। টুর্নামেন্টে এখন আমিরুলের গোল সংখ্যা ‘সর্বোচ্চ’ ১৮। গতকালের ম্যাচে একটি করে গোল করেছেন হজিফা হোসেন ও রাকিবুল হাসান। 

মাত্র চার মাসের প্রস্তুতিতে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ যে ট্রফি নিয়ে ফিরবে, এমন ভাবাটাও বাড়াবাড়ি। প্রথমবারের মতো হকির যেকোনো পর্যায়ে বিশ্বকাপ খেলাই ছিল বাংলাদেশের কাছে বড় কিছু। সেখানে নিজেদের শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ রাখেনি বাংলাদেশ। ছিল লড়াকু মানসিকতা, সেটিই এনে দিয়েছে সাফল্য। গ্রুপপর্বে বাংলাদেশ পেয়েছিল একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের রানার্সআপ ফ্রান্স। দুই দলে কাছে হারলেও ব্যবধান বড় রাখেনি। এমন ম্যাচে ফেরার জন্য লড়াই করেছে প্রাণপণ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩ গোলে পিছিয়ে থাকার পরও ম্যাচ শেষ করে ৩-৩ গোলের ড্রয়ে। সেই কোরিয়াকে স্থান নির্ধারণী ম্যাচে উড়িয়ে দিয়েছে ৫-৩ গোলে। এর আগে ওমানকে তো পাত্তাই দেয়নি। আদায় করে নেয় ১৩-০ গোলের জয়। ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে মিলিছে ট্রফি। এই ম্যাচে জিততে ঘাম ঝড়াতে হয়েছে  আমিরুলদের। এক পর্যায়ে ম্যাচে ৫-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

তবে চতুর্থ কোয়ার্টারে তিন গোল করে ম্যাচ জমিয়ে তোলে অস্ট্রিয়া। যদিও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছে বাংলাদেশই। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন আমিরুল। এই হ্যাটট্রিকে ছয় ম্যাচে তার গোল সংখ্যা এখন ১৮। যা জুনিয়র ওয়ার্ল্ড কাপে সর্বাধিক।

আরও পড়ুন