ছবি:সংগৃহীত
রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর জয়ে লিওনেল মেসিকে রাজসিক সংবর্ধনা দিয়েছে ইন্টার মায়ামি। নাইট অফ গোল্ড নামে একটি অনুষ্ঠানে ব্যালন ডি'অর নিয়ে দর্শকদের সামনে আসেন আর্জেন্টাইন সুপারস্টার। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এই আয়োজন করে মেসির ক্লাব।
সাতটি ব্যালন ডি'অর জয়ের উদযাপন ইউরোপে হলেও, এবারে নতুন ঠিকানায় একেবারে ভিন্ন আঙ্গিকে উদযাপনের উপলক্ষ পেলেন লিওনেল মেসি। নিজেদের ক্লাব ইতিহাস তথা ফুটবল বিশ্বের সেরা ফুটবলারের জন্য ব্যালন ডি'অর জয়ের সংবর্ধনার আয়োজনটাও তো ইন্টার মায়ামির কাছে বিশেষ কিছু। মেসির রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জয়ে তাকে রাজসিক সংবর্ধনা দিয়েছে যুক্তরষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।
নকে ডি'অর বা নাইট অফ গোল্ড নামে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রাজসিক এই সংবর্ধনার আয়োজন করা হয়। এই স্টেডিয়ামেই লিওনেল মেসির সঙ্গে ক্লাবের পথচলার প্রথম দিন জড়ো হয়েছিলেন হাজার হাজার দর্শক।এদিনও ছিল কানায় কানায় ভর্তি স্টেডিয়াম।
দর্শকদের এদিনের জড়ো হওয়াটা ভিন্ন এক আনন্দের উপলক্ষ্য বয়ে আনে লিওনেল মেসির জন্যে। ব্যালন ডি'অর হাতে নিয়ে মাঠে প্রবেশ করে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান আর্জেন্টাইন মহাতারকা। ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত দর্শকদের।
নিজের বক্তব্যে মেসি বলেন, 'সব কিছুর আগে আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এখানে আসার জন্যে। আমার এ অর্জনের আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করেত পারা আমার কাছে খুবই সুন্দর একটা বিষয়। ভালোবেসে আমাকে সাদরে গ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, আগামী বছর আরও ভালো কাটবে। আরও শিরোপা জয়ের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।'
সংবর্ধনা আয়োজনের পর এমএলএসের ক্লাব নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। তবে সেখানে ২-১ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল।