Banglar Chokh | বাংলার চোখ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

দ্বিতীয় টেস্ট দেখতে পারবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:২৬, ২২ জুন ২০২২

দ্বিতীয় টেস্ট দেখতে পারবেন দর্শকরা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম টেস্টটি বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়নি।  আইসিসি টিভি সম্প্রচার করেছে ঠিক, অনলাইনে দেখার জন্য বাংলাদেশি দর্শকদের ২ ডলার খরচ করতে হয়েছে।

আশার কথা, এবার দ্বিতীয় টেস্ট ফ্রি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। আইসিসি এরই মধ্যে তা জানিয়ে দিয়েছে।

অবশ্য বাংলাদেশি চ্যানেল টি-স্পোর্টস নাকি ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট সরাসরি সম্প্রচার করতে পারে।

টি-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক ই-মেইল বার্তায় জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পরবর্তী অংশের খেলা তারা সম্প্রচার করবেন।

২৪-২৮ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট হবে। প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।

১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ  একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), ডেভন থমাস, রেমন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ ও জেডেন সিলস

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়