Banglar Chokh | বাংলার চোখ

 সাগর পাড়ে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা  

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ২৪ নভেম্বর ২০২২

 সাগর পাড়ে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা  

নিজস্ব ছবি

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে সাগর পাড়ের মানুষ। পটুয়াখালীর কলাপাড়ায় সমর্থকদের মধ্যে রয়েছে টানটান উত্তেজনা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরে ব্রাজিল সমর্থকদের একটি বিশাল মোটরসাইকেল আন্দন শোভাযাত্রা বের হয়। ব্রাজিল ফ্যান কা¬বের আয়োজন অন্ততঃ দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে হেলিপ্যাড মাঠ থেকে এ শোভাযাত্রাটি বের হয়ে বাসস্ট্যান্ডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রত্যেকে সমর্থকই ব্রাজিলের পতাকা সম্বলিত টি-সার্ট পরিধান ছিলো। 
এ সময় নেইমার ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ব্রাজিলের সাম্বার গানের তালে মেতে ওঠে অনেকে। এলাকার বাসা-বাড়ী থেকে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ উপভোগ করেন। সমর্থকরাও করতালি দিয়ে তাদের সমর্থন ও উৎসাহ যোগায়। ব্রাজিল ভক্তদের বিশ্বাস এবারের বিশ্বকাপে চমৎকার খেলা দেখিয়ে ব্রাজিল ঘরে নিবে বহুল আকাংখিত বিশ্বকাপটি।
দক্ষিনাঞ্চলে বরিশালের ভাষায় গম্ভীরার নানা নাতি শামীম বেপারী ও স্বজল কর্মকার আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। এরা দু’জনেই ব্রজিল টিমের নেইমারের ভক্ত। তাদের দাবী ব্রাজিলই হলো সেরা টিম।
এদিকে, ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত আনন্দ শোভাযাত্রা থাকায় সকাল থেকে সকল গামেন্টর্স গুলোতে ব্রজিলের জার্সির দাম বাড়িয়ে  বিক্রি করছে বলে অভিযোগ করেছে একাধিক সমর্থকরা। 
তবে ব্যবসায়ীরা বলেছেন এ ব্যবসা তো শুধু বিশ্বকাপ ফুটবল খেলার সময় হয়। অন্য সময় কেউই এ জার্সি ভুল করেও চায় না, ফলে বেশী দামেই বিক্রি করছেন। 
মোটকথা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাগরপারের কলাপাড়া, কুয়াকাটা, মৎস্যবন্দর মহিপুর আলিপুরসহ  বিভিন্ন ইউনিয়নে ব্রাজিলের এবং আর্জেন্টিনা পতাকায় ছেয়ে গেছে। তবে অন্য কয়েকটি দলের অল্প সংখ্যক ভক্ত সমর্থক রয়েছে বলে জানা গেছে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়