
ফাইল ফটো
আর্জেন্টিনা তো বিশ্বকাপের ফেভারিট। সেই হট ফেভারিট দলকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সৌদি আরব। ফুটবলারদের অসামান্য অর্জনে বেজায় খুশি সৌদি সরকার। আরবের বিশ্বকাপ স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়দের রোলস রয়েস গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, সৌদি যুবরাজ সালমান জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যেককে একটি করে রোলস রয়েস ফ্যান্টম মডেলের গাড়ি উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মডেলের প্রতিটি গাড়ির দাম প্রায় ৪ লাখ ৬০ হাজার ডলারর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৩২ হাজার টাকা।
বিলাসবহুল এই গাড়ি ভি১২ ইঞ্জিনের।
সূত্র: সিএনএন