Banglar Chokh | বাংলার চোখ

টি-২০ নারী বিশ্বকাপ

বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন টাইগ্রেসদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:২৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩

বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন  টাইগ্রেসদের

ছবি-সংগৃহীত

টি-২০ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আফ্রিকায় চলছে নারী দলের অনুশীলন। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে টাইগ্রেসরা। মূল আসর শুরুর আগে কন্ডিশনের সঙ্গে দল মানিয়ে নেবে বলে প্রত্যাশা কোচ হাসান তিলকারত্নের। গেল তিন আসরে কোনো ম্যাচে জয় না পেলেও এবার ভালো কিছুর আশা দলের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, দলের লক্ষ্য সেমিতে কোয়ালিফাই করা।
 
ক'দিন আগেই অনূর্ধ্ব-১৯ নারী দল চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকায়। কোনো প্রত্যাশা না থাকলেও সেমির খুব কাছে গিয়েছিল মেয়েরা। রান রেটে পিছিয়ে থাকায় খেলা হয়নি সেমিফাইনাল। আর কিছুদিন পর সিনিয়র মেয়েরাও একই দেশে শুরু করবে বিশ্বকাপ মিশন।

নারী ক্রিকেট নিয়ে বিসিবির উদাসীনতা কেটেছে। গেল ক'বছরে বেশ সিরিয়াস বোর্ড। এবারের আসরে ভালো করতে আসর শুরুর দু-সপ্তাহ আগেই দল গেছে দক্ষিণ আফ্রিকায়। কেপটাউনে চলছে ক্যাম্প। এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছে জ্যোতির দল। এখন পর্যন্ত মেয়েদের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হাসান তিলকারত্নে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। ২০১৪-তে অভিষেক আসরে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল মেয়েরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুবার মুখোমুখি হলেও জয় আসেনি। তবে এবার কোচ দেখাচ্ছেন বড় স্বপ্ন।

সংবাদমাধ্যমকে হাসান বলেন, ‘বিশ্বকাপে সব দলই শক্তিশালী। তবে আমাদের ভালো করার সামর্থ্য আছে। ভুল যত কম হবে ভালো করার সুযোগ বাড়বে আমাদের। এটা মেয়েদের পঞ্চম বিশ্বকাপ। শেষ তিন আসরে কোনো জয় নেই দলের। এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভালো করতে চাই। প্রথম ম্যাচটা জিতলে পুরো টুর্নামেন্টে এটা টনিক হিসেবে কাজ করবে। এখানে আসার পর ব্যাটিংয়ে বেশি জোর দিচ্ছি। সবাই ছন্দে থাকলে ভালো করা সম্ভব।’

অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া হয়েছে এবারের দল। আছে সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটারও। তাদের নিয়ে আশাবাদী অধিনায়ক। বিশ্বকাপ সামনে রেখে দেশে ও দক্ষিণ আফ্রিকায় হওয়া প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট অধিনায়ক।

গণমাধ্যমকে জ্যোতি বলেন, ‘পুরো দল আত্মবিশ্বাসী। সবাই ছন্দে আছে। ব্যাটার এবং বোলাররা যদি নিজেদের ফর্ম ধরে রাখতে পারে তাহলে নক আউট পর্বে আমরা ভালো কিছু করতে পারব। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভালো কিছু করতে পারলে সেটা পুরো টুর্নামেন্টে আমাদের বাড়তি শক্তি জোগাবে।’

আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়