Banglar Chokh | বাংলার চোখ

প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ দল

ছবি-সংগৃহীত

কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টের মধ্যেই নারী ফুটবল নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি হবে সিঙ্গাপুরের মাঠে।
 কমলাপুরে অনূর্ধ্ব সাফের বাংলাদেশ-ভারত ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে রোববার (৫ ফেব্রুয়ারি) বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ এ খবর জানান। তিনি বলেন, '‘আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম সিঙ্গাপুরের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলতে। সিঙ্গাপুর চেষ্টা করছিল তাদের ওখানে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট করতে। কিন্তু তৃতীয় দেশটিকে তারা রাজি করাতে পারেনি। ফলে সিঙ্গাপুর আর বাংলাদেশের মধ্যে ম্যাচ হবে এখন।'

তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থকে দুটি ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হলেও সিঙ্গাপুর একটির বেশি ফিফা টায়ার ওয়ান ম্যাচ খেলতে রাজি হয়নি। তবে প্রথম ম্যাচে দুদলের অতিরিক্ত তালিকায় থাকা খেলোয়াড়দের নিয়ে একটা অনুশীলন ম্যাচ খেলতে চেয়েছে তারা।

মার্চের ফিফা উইন্ডতেও দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এ জন্য বাংলাদেশের পক্ষ থেকে কম্বোডিয়াকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে কম্বোডিয়া মার্চে নয়, এপ্রিলে খেলতে চায় ম্যাচ দুটি। বাংলাদেশ এখনও কম্বোডিয়াকে মার্চেই ম্যাচ দুটি খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে চেষ্টা সফল হলে ম্যাচ দুটি হবে বাংলাদেশের মাটিতে।

সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনারা চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে জানিয়েছিল, র‍্যাঙ্কিংয়ের উন্নতির জন্য এখন থেকে প্রতিটি ফিফা উইন্ডোতে মেয়েদের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা করবে তারা। তারই অংশ হিসেবে এখন এসব ম্যাচ আয়োজন করছে বাফুফে।

কিরণ বলেন, 'ম্যাচ খেলার উদ্দেশ্য হলো র‍্যাঙ্কিং বাড়ানো। আশা করি, সিঙ্গাপুরের সঙ্গে ভালো খেলে আমরা আমাদের র‍্যাঙ্কিংয়ের উন্নতি ঘটাতে পারব।'

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাবে সাবিনা খাতুনের দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়