Banglar Chokh | বাংলার চোখ

  তুরস্কের ভূমিকম্প

নিখোঁজ চেলসির সাবেক তারকা, গোলরক্ষকের মৃত্যুর গুঞ্জন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

নিখোঁজ চেলসির সাবেক তারকা, গোলরক্ষকের মৃত্যুর গুঞ্জন

ছবি-সংগৃহীত

তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে রক্ষা পায়নি দেশটির ক্রীড়াজগত। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের তালিকায় আছেন ফুটবলার থেকে শুরু করে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরও। এমনকি ধ্বংস্তুপে চাপা পড়ে দেশটির একজন গোলরক্ষক নিহত হওয়ার গুঞ্জন উঠেছে।
 
সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০০ জনে। আহত হয়েছেন ৮ হাজারের বেশি।

 কিছু সংবাদমাধ্যমের দাবি,  ভূমিকম্পে মৃতের তালিকায় আছেন দেশটির দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দল ইয়েনি মেলাতেস্পোরের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনে আটকা পড়েছিলেন। তবে ক্লাবটির পক্ষ থেকে তার নিহত হওয়ার খবর উড়িয়ে দেয়। ক্লাবটি জানিয়েছে, তাকে উদ্ধার করতে এখনো অভিযান চলছে।

ক্লাব তার নিখোঁজ হওয়ার খবরটি ইনস্টাগ্রামে প্রকাশ করে। সর্বসাধারণের উদ্দেশে জানানো হচ্ছে, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান সেই ভবনে ছিলেন, যেটি ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে, এখনো তার বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। আপনার প্রার্থনায় রাখুন তাকে।'

এদিকে তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজের তালিকায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ও নিউক্যাসলের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসু ও তার বর্তমান ক্লাব হাতায়স্পোরের স্পোর্টিং ডিরেক্টর তানের সাবুত।

গত গ্রীষ্মে তুর্কিয়ের ক্লাবটিতে যোগ দেয়া আতসু ঘানার হয়ে ৬৫টি ম্যাচ খেলেছেন। তার নতুন দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে এরইমধ্যে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজদের তালিকায় আছেন আতসু ও ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সাবুত। তাদের উদ্ধারে এখনো অভিযান চলছে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

২০১৩ সালে পোর্তো থেকে চেলসিতে যোগ দেন আতসু। এর পর অবশ্য ধারে এভারটন ও বোর্নমাউথে খেলেন তিনি। ২০১৭ সালে স্থায়ীভাবে নিউক্যাসলে যোগ দিয়ে ২০২১ সাল পর্যন্ত ম্যাগপাইদের হয়ে মাঠ মাতান তিনি। ২০২১ সালে সৌদি লিগের দল আল রিয়াদে যোগ দেওয়া আতসু গত গ্রীষ্মে পাড়ি দেন তুরস্কের লিগের দল হাতায়স্পোরে।

হাতায়স্পোরের কোচ ভলকান ডেমিরেলের স্ত্রী জেয়নেপ সেভার ডেমিরেল এক ভিডিও বার্তায় দেশটির বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘হাতায় খুব বাজে অবস্থায় আছে।’

এদিকে তার বেশ কয়েকজন বন্ধু এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। আরও বেশ কয়েকজন ফুটবলার এ বিপর্যয়ের শিকার হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়