Banglar Chokh | বাংলার চোখ

আয়ারল্যান্ডের ধস নামালেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ মার্চ ২০২৩

আয়ারল্যান্ডের ধস নামালেন হাসান মাহমুদ

ছবি-সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৩ মার্চ) টস হেরে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে আয়ারল্যান্ডের প্রথম তিনটি উইকেটই নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট করতে নামা আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান। তার তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফিরেছেন স্টেফেন দোহেনি। হাসানের ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ৮ রানে আউট হন স্টেফেন। দোহেনি ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে।

পরের উইকেট শিকারিও হাসান। দলীয় অষ্টম ওভারের শুরুতেই তিনি নেন পল স্টার্লিংয়ের উইকেট। ফুল লেংথের এক ডেলিভারিতে বল পায়ে লাগার পর স্টার্লিং রিভিউয়ের আবেদনই করেননি, ফিরে যান প্যাভিলিয়নের পথে। আইরিশ ওপেনার ১২ বলে করেন ৭ রান। একই ওভারে হাসান শূন্য রানে হ্যারি টেক্টরকে তুলে নেন।

পরের ওভারে তাসকিন আহমেদ শিকার করেন অ্যান্ড্রু বালবার্নির উইকেট। ১৮ বলে বালবার্নি করেন ৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ২৬ রান নিয়ে ব্যাট করছে আয়ারল্যান্ড।

এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। ইয়াসির আলি রাব্বির পরিবর্তে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, স্টেফান ডোহেনি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি ট্যাকটর, লরকান টাকার, ম্যাথিউ হ্যামফ্রেইস, জর্জ ডকরেল, কার্টিস ক্যামফার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্র্যাহাম হাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়