Banglar Chokh | বাংলার চোখ

ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ২৪ মার্চ ২০২৩

ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

ছবি-সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের জয় ১-০ গোলে।

পাঁচ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে প্রত্যেকটি দলই চারটি করে ম্যাচ খেলবে। এরপর যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তাদের ঝুলিতেই যাবে চ্যাম্পিয়ন শিরোপা। ভারত ম্যাচের আগে ২ ম্যাচে ৩ পয়েন্ট ছিল লাল সবুজের প্রতিনিধিদের। রাশিয়া ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে ভারতের সঙ্গে জয় পেতেই হতো বাংলাদেশের।

এমন কঠিন শর্তযুক্ত ম্যাচে হতাশ করেনি বাঘিনীরা। শক্তিধর ভারতকে আত্মঘাতী গোলে হারিয়েছে তারা। আখিলা রজনের ভুলে গোলটি পায় বাংলাদেশ। এ জয়ের পলে ৩ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ। পরের দুটি ম্যাচে রাশিয়া হারলে ও বাংলাদেশ জিতলে শিরোপা পাবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে ম্যাচে শক্তিধর রাশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। রুশ মেয়েদের অবস্থান যেখানে ২৬, বাংলাদেশের অবস্থান সেখানে ১৪০তম স্থানে। ওই ম্যাচে ৩-০ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে আরও ১ গোল হজম করে।

প্রথম ম্যাচে অবশ্য ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তৃষ্ণা ও থুইনু মারমা। একটি করে গোল করেন সুলতানা আক্তার, প্রীতি, মুন্নী আক্তার ও সাগরিকা। ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন প্রিয়া ঘাল্লে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়