Banglar Chokh | বাংলার চোখ

কাভা টুর্নামেন্টের সহকারী কোচ হলেন ফিরুজ আলম

শাহরিয়ার মিল্টন,শেরপুর থেকে

প্রকাশিত: ১৯:০৫, ১৯ মে ২০২৩

আপডেট: ১৯:০৫, ১৯ মে ২০২৩

কাভা টুর্নামেন্টের সহকারী কোচ হলেন ফিরুজ আলম

নিজস্ব ছবি

সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিশেয়ন (কাভা) মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২৩ এর সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর কৃতি ভলিবলার মো. ফিরুজ আলম। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার মরহুম আব্দুল মজিদ সরকারের দ্বিতীয় ছেলে। আগামী ২২ মে (সোমবার) নেপালের কাঠমান্ডুুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই কাভা মহিলা ভলিবল টুর্নামেন্ট। বাংলাদেশ ভলিবল ফেডারেশন তাকে ওই টুর্নাামেন্টের জাতীয় মহিলা ভলিবল দলের সহকারী কোচ হিসেবে মনোনিত করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ ন্যাশনাল ভলিবল দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। বৃহত্তর মংমনসিংহ বিভাগের এই প্রথম ফিরুজ আলম এই ধরনের দায়িত্ব পালন করছেন। 
কোচ ফিরুজ আলম ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করার পর তার প্রিয় খেলা পুলিশের ভলিবল দলে যোগ দেন। সেখানে তিনি দীর্ঘদিন খেলাধুলা করেন। এসময় দেশে ও দেশের বাইরে কৃতিত্বের সাথে ভলিবল খেলে সুনাম অর্জন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ পুলিশের ভলিবল দলের ক্যাপ্টেন ও সর্বশেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২২ মে নেপালে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিশেয়ন (কাভা) মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপের সহকারী কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি বাংলাদেশ মহিলা ভলিবল দল নিয়ে  শনিবার (২০ মে) নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন। বাংলাদেশ দলের বিজয়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছন। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়