ছবি:সংগৃহীত
সিলেটে তৃতীয়বার বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার তিন চাকার যানবাহন সহ প্রাইভেট গাড়ি গুলো চলতে দেখা যায়নি। ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
সিলেট-গোলাপগঞ্জ হয়ে বিয়ানীবাজার-চন্দরপুর রাস্তাটিও বন্যার পানিতে ডুবে গেছে।
সরেজমিনে বিভিন্ন স্ট্যান্ড ঘুরে দেখা যায়, পানি বৃদ্ধি পাওয়ার ফলে ছোট যানবাহন গুলো চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় সিলেট থেকে বিয়ানীবাজারগামী তিন চাকার অনেক যানবাহন সহ কার চলাচল বন্ধ রয়েছে।