নীলফামারীর সৈয়দপুরে নিজ কার্যালয়ে সংরক্ষিত রেললাইনের পাতসহ (রেললাইন) রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে এক রেলওয়ে কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে তাকে তার নিজ কার্যালয় থেকে যৌথভাবে আটক করে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক ওই রেলওয়ে কর্মকর্তা হলেন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা।