রাঙামাটি শহরে রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে প্রভাত চাকমা(৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে অজ্ঞাতনামা হন্তারকরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ মোনঘর এলাকার সেগুন বাগান থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।