ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৩৬, ২১ জুন ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শান্ত

ছবি:সংগৃহীত

বেশকিছু দিন ধরেই গোমড়া মুখ করে ছিল শান্তর ব্যাট। সেজন্য সমালোচনাও শুনতে হচ্ছিল তাকে। অবশেষে নাজমুল শান্ত ফিরে আসলেন আপন মহিমায়, অনন্য উচ্চতা নিয়ে। গলের উইকেটে হাসলো তার ব্যাট। শাসন করলেন লঙ্কান বোলারদের। নতুন এক রেকর্ড গড়ে জায়গা করে নিলেন গাভাস্কার-পন্টিং-হেইডেন-জ্যাক ক্যালিসদের সঙ্গে।

আজ শনিবার (২১ জুন) গলে দ্বিতীয় ইনিংসে নিজের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বারের মতো একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি।

যদিও একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র খেলোয়াড় তিনি একাই নন। এর আগে চট্টগ্রামে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৬ রানের পরে দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১০৫ রানের ইনিংস।
এরপর মিরপুরে ২০২৩ সালে আফগনিস্তানের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন শান্ত। প্রথম ১৪৬ রান করার পরে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৪ রান। সেটাকেই এবার নিয়ে গেলেন অন্যন্য উচ্চতায়।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনংসে ২৭৯ বলে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে উদ্ধার করেছিলেন বিপদ থেকে। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন বাংলাদেশের অধিনায়ক। ১৯০ বলে ১০০ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন শান্ত।

আরও পড়ুন