ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৯

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৫৯, ২৩ জুন ২০২৫ | আপডেট: ২১:০৩, ২৩ জুন ২০২৫

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৯

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। তাদের একজনের বয়স ৬১ থেকে ৭০ বছর, একজনের ৭১ থেকে ৮০ বছর এবং একজনের বয়স ৯১ থেকে ১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের ও দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

এই তিনজনের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং দুজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন