আজ ২রা ডিসেম্বর। সংঘাত-সশস্ত্র তৎপরতা নিরসন করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের এই দিনে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আজ ২৮ বছর পূর্ণ হলেও কাঙ্খিত শান্তি ফেরেনি পাহাড়ে। বরং চুক্তির পরবর্তী সময়ে নতুন নতুন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের উত্থানে আরও জটিল হয়েছে তিন পার্বত্য জেলার নিরাপত্তা পরিস্থিতি। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, গুম, খুন ও পারস্পরিক সংঘাতে এখনও উত্তাল তিন পার্বত্য জেলা। হানাহানি আর ভ্রাতৃঘাতি সংঘাতে পার্বত্য অঞ্চল এখনো অশান্ত।