ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

গাইবান্ধায় পাঁচ মাসে ২৭টি হত্যাকাণ্ড, আতঙ্কে জনজীবন

প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৪৭, ২৪ জুন ২০২৫

গাইবান্ধায় পাঁচ মাসে ২৭টি হত্যাকাণ্ড, আতঙ্কে জনজীবন

.

গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি ঘটেছে। গত পাঁচ মাসে জেলায় ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও নারী নির্যাতনের মতো অপরাধও আশঙ্কাজনক হারে বেড়েছে। দিন-দুপুরেও নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। ফলে জেলার বাসিন্দারা পড়েছেন চরম আতঙ্কে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত জেলার সাত উপজেলায় সংঘটিত ২৭টি হত্যাকাণ্ডের মধ্যে দুটি ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত।

এ সময়ের মধ্যে থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান অনুযায়ী, ৮টি ছিনতাই, ২টি ডাকাতি, ৩৮টি চুরি, ৪১টি ধর্ষণ এবং ৯৫টি নারী নির্যাতনের অভিযোগ এসেছে।

এছাড়া মাদক সংক্রান্ত অপরাধ এবং সামাজিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনাও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি এবং যথাযথ পদক্ষেপের অভাবে অপরাধের মাত্রা বাড়ছে। বিশেষ করে মাদকের সহজলভ্যতা অপরাধ প্রবণতাকে উসকে দিচ্ছে। অনেকক্ষেত্রে চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের গ্রেফতার না হওয়ায় অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতেও অনীহা প্রকাশ করছেন।

গাইবান্ধা শহরের ভি-এইড রোডের বাসিন্দা আল আমিন মিয়া বলেন, ‘এমন ভয়াবহ অবস্থার মুখোমুখি গাইবান্ধা আগে কখনও হয়নি। সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া বিপজ্জনক হয়ে উঠেছে। পুলিশ কর্মকর্তারা আগের মতো মাঠে সক্রিয় নেই, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

একই অভিযোগ করেছেন পিকে বিশ্বাস রোডের বাসিন্দা মো. মুনছুর আলী। তিনি বলেন, ‘প্রশাসনের কঠোর ভূমিকার অভাবে প্রতিদিন লাশ পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্বও কমাতে হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শরিফুল আলম বলেন, ‘সম্প্রতি কয়েকটি ঘটনার পর জেলার বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি সচেতনতা তৈরির উদ্যোগও নেয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

গাইবান্ধা জেলা পুলিশের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় চুরি, ছিনতাই, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় মোট ৯৯৩টি মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন সচেতন মহল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন