গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০০:২৪, ২৪ জুন ২০২৫
ফাইল ছবি
গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন(৫৩) টুটু ডেভিলহান্ট অভিযানে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলা ভূমিঅফিসের সামনে থেকে গ্রেফতার হন তিনি। এছাড়াও তিনি গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন,‘ডেভিলহান্ট অভিযানের আওতায় মো. জাহাঙ্গীর হোসেন টুটুকে গ্রেফতার করা হয়েছে। তিনি গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।