এশিয়ান কাপ বাছাইপর্বের পরের ম্যাচে অক্টোবরে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। সেপ্টেম্বরে ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আপাতত সেটি সম্ভব না হলেও আসন্ন ফিফা উইন্ডোতে বসে থাকবেন না হামজা-শমিতরা।