সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয় সিলেট বিভাগ। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ম্যাচটি ড্র হয়। তাতে, ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতে নেয় রংপুর বিভাগ। এই নিয়ে তৃতীয়বার এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা ঘরে তুলল রংপুর। একইসঙ্গে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ‘ডবল’ শিরোপা পূর্ণ করল দলটি। গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল রংপুর।