ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২২ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

আর্জেন্টাইন সুপার সাব থামালেন আর্সেনালের অপরাজেয় যাত্রা

আর্জেন্টাইন সুপার সাব থামালেন আর্সেনালের অপরাজেয় যাত্রা

ভিলা পার্কে আর্সেনালের বিপক্ষে ম্যাচের তখন আর মাত্র কয়েক মুহূর্তের খেলা বাকি। আর্সেনালের ডি-বক্সে সাঁড়াশি আক্রমণে অ্যাস্টন ভিলা। কয়েক দফায় সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে ব্যর্থ গানাররা। জটলায় বল পেয়ে টপ কর্নার দিয়ে জোরাল শটে বল জালে পাঠালেন বুয়েন্দিয়া। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল পুরা ভিলা পার্ক। ৩ পয়েন্ট হারিয়ে ততক্ষণে বিষাদ ভর করেছে মিকেল আর্তেতার শিষ্যদের মুখে।শনিবার (৬ ডিসেম্বর) ভিলা পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে সফরকারী আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এই হারে টানা ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল গানারদের।

খেলা থেকে আরও খবর