ঢাকা, রোববার, ১৭ আগস্ট ২০২৫

২ ভাদ্র ১৪৩২, ২২ সফর ১৪৪৭

বৈঠকে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা 

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৫৯, ২২ জুন ২০২৫

বৈঠকে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা 

ছবি:সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার রাতে বৈঠকে বসেছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। 

চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলোচনা করতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি বৈঠকে বসেছে।

আজ রোববার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু। এ ছাড়া গণতন্ত্র মঞ্চের পক্ষে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যান্যরা।

আরও পড়ুন