Banglar Chokh | বাংলার চোখ
অভাবের সাথে সন্ধি তারপরও দুই বোনের উচ্চ শিক্ষায় সাফল্য

অভাবের সাথে সন্ধি তারপরও দুই বোনের উচ্চ শিক্ষায় সাফল্য

জেসমিন ও সাবিনা সহোদর দুই বোন। বড় বোন জেসমিন পড়ছেন মাওলানা ভাষানী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে আর ছোট বোন সাবিনা এ বছর গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগে মেধা তালিকায় ২৮২ তম স্থান পেয়ে ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যলয়ে। শুধু তাই নয় সাবিনা এবার একাধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় এবং গুচ্ছ পরীক্ষায়ও ভার্সিটিতে ভর্তির সুযোগও পেয়েছেন। তবে সে আপাতত রাজশাহীতেই ভর্তি হয়েছেন। আরো ভালো বিষয় পেলে অন্যত্র ভর্তির আশা সাবিনার। তাদের এই সাফল্যে পেছনে ছিলো না পারিবারিক কারো সাপোর্ট। ছিলো না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ছিলো না প্রাইভেট টিউশান, ছিলো না প্রয়োজনীয় বই-খাতা-কলম ইত্যাদি। এমন কী পেট পুড়ে তিন বেলা খাবারও জুটে না তাদের পরিবারের সদস্যদের।

সর্বশেষ

জনপ্রিয়