২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্ব ও সাহসিকতায় পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন শুধু স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। ফলে এক সময়ের অবহেলিত ঝালকাঠি তথা দক্ষিণাঞ্চলবাসী তাদের ভাগ্য উন্নয়নের আশায় বুক বেঁধেছেন।পদ্মা সেতু উদ্বোধনের পর পরই উন্মুক্ত হবে ঝালকাঠিসহ গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ। সেই সাথে খুলে যাবে সবকটি বাণিজ্যিক পথ। দক্ষিনাঞ্চলের বিনোদন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রগুলি মুখরিত হবে। তেমনিভাবে ঝালকাঠির ব্যান্ড শীতলপাটি ও পেয়ারাসহ এবং আমড়া, লেবু, শুপারিসহ দক্ষিণাঞ্চলে উৎপাদিত পন্যখুব সহজেই দেশের চাহিদা পুরন করে আমদানিতে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। টাটকা শাক শবজি রাজধানীসহ দেশের ভিভিন্ন স্থানে যেতে পারবে খুব সহজেই।