বালুচ তার বক্তব্যে চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পৃক্ততার আরও গভীর করার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তিনি চীন ও বাংলাদেশ উভয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সেইসঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সমুদ্র বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের আগ্রহের কথা জানান।