ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির জন্মস্থান সিলেট। বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।
অভিনেত্রী বলছিলেন, ‘আমার জন্মস্থান সিলেটে। কিন্তু, কাজের সুবাদে ঢাকায় থাকি। যখন শুনলাম—আমার চঞ্চলের মানুষ দুর্বিষহ দিন কাটাচ্ছেন। তখন আর কিছু না করে বসে থাকতে পারলাম না। কাছের কয়েক জন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মিলে একটা ফান্ড গঠন করেছি, সেটাই এক দিনের মধ্যে। সে ফান্ড থেকে যে অর্থটা আমরা এক করতে পেরেছি, তা দিয়ে আজ ২০০ পরিবারকে ১২ কেজি করে খাবার পৌঁছে দিয়েছি।’