ঢাকা, রোববার, ১৭ আগস্ট ২০২৫

১ ভাদ্র ১৪৩২, ২২ সফর ১৪৪৭

যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই ফের ইরানে হামলার নির্দেশ ইসরায়েলের

প্রকাশ: ১৫:১৫, ২৪ জুন ২০২৫

যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই ফের ইরানে হামলার নির্দেশ ইসরায়েলের

ফাইল ছবি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণার এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই ইরানের দিকে ফের হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন।  

ইসরায়েলের দাবি, ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দুটি ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে এ হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। 

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অভিযানের উদ্দেশ্য অর্জনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয় করে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল।’

সূত্র: টাইমস অব ইসরায়েলের

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন