মোঃ মুজিবুর রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশ: ০০:৪৭, ২২ জুন ২০২৫
ছবি: বাংলার চোখ
দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে।
শনিবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।
আলোচনা পর্বে বক্তারা একাত্তর টিভির ১৪ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন,
“সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একাত্তর টিভি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাধীন সাংবাদিকতা ও জনগণের পাশে থাকার দৃঢ় অবস্থান একে আজ আস্থার প্রতীক করে তুলেছে।”
বক্তারা একাত্তর টিভির উত্তরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সফলতা কামনা করেন।