ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

মুশফিক-লিটনের ব্যাটে চারশ ছাড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৪৫, ১৮ জুন ২০২৫

মুশফিক-লিটনের ব্যাটে চারশ ছাড়াল বাংলাদেশ

রানখরার ইতি টেনে সেঞ্চুরি হাঁকিয়ে ছুটছেন মুশফিক। ছবি: এপি

গতকাল ৪৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে। অবিচ্ছিন্ন জুটিতে দিনটা পার করে দিয়েছিলেন তারা। এরপর সংবাদ সম্মেলনে এসে মুশফিক অধিনায়ক শান্তর কাছে ডাবল সেঞ্চুরির দাবি জানিয়ে গিয়েছিলেন। কিন্তু গল টেস্টের দ্বিতীয় দিন সকালে শান্ত ফিরে গেছেন দেড়শ থেকে দুই রান দূরে থাকতেই। কিন্তু মুশফিক অটল। গত কিছুদিনের রানখরায় প্রবল সমালোচনার মুখে থাকা দেশের এই বর্ষীয়ান ব্যাটার টানছেন দলকে। সঙ্গী লিটন দাসও দিচ্ছেন যোগ্য সঙ্গ।

বুধবার (১৮ জুন) গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ,। এদিন প্রথম সেশনে নাজমুল হোসেন শান্তকে ফেরান আসিথা ফার্নান্দো। তবে মুশফিক ও লিটনের দৃঢ়তায় চারশ ছাড়াল বাংলাদেশের ইনিংস।

এদিন দলীয় ৩০৯ রানের মাথায় শান্ত মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন। তাতে ভাঙে ২৬৪ রানের জুটি। ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রান করে আউট হয়েছেন শান্ত।

তবে, মুশফিক দেড়শ ছাড়িয়ে ছুটছেন ডাবল সেঞ্চুরির পথে। টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিক। সঙ্গী লিটনও পূর্ণ করেছেন ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক। আর তাতেই বাংলাদেশের ইনিংস ছাড়িয়েছে চারশ। টেস্টে এই নিয়ে ৩০তম বারের মতো এক ইনিংসে ৪০০ বা এর বেশি রান তুলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সপ্তমবার। 

এদিন শুরু থেকেই ওয়ানডে মেজাজে খেলছেন লিটন। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন মাঠের চারপাশেই। জীবনও পেয়েছেন একাধিকবার। এই প্রতিবেদন লেখার সময় লিটন ৭৫ বলে ৫ চার ও ১ ছক্কায় রানে ব্যাট করছেন। আর মুশফিক ৩০৮ বলে ৯ চারে করেছেন ১৫৭ রান।  

বাংলাদেশের সংগ্রহ ১২৬ ওভারে ৪ উইকেটে ৪১২ রান।

আরও পড়ুন