মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩:০২, ২৩ জুন ২০২৫
ছবি: বাংলার চোখ
"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্যর্যা লি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ মেলা ্অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কৃষি কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যা লী বের করা হয়। র্যা fলীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে ্অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস,সহ অনেকে বক্তব্য রাখেন। পরে কৃষি অফিসের পক্ষ ,থেকে মেলায় আগত অনেকের মাঝে বিভিন্ন ফলের চারা,গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাতিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান, কৃষি উদ্দোক্তা ও বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।