ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪:২৫, ২৪ জুন ২০২৫
ছবি:সংগৃহীত
কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।’
মঙ্গলবার ডিএমপির সদর দপ্তরের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘‘মব’ নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
রাজধানীর উত্তরায় ‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ঘটনায় মামলা হচ্ছে।