Banglar Chokh | বাংলার চোখ

পাইকগাছায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা  

কোর্টকাচারী

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২০ মে ২০২৪

সর্বশেষ

পাইকগাছায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা  

নিজস্ব ছবি

খুলনার পাইকগাছায় এক বিধবা নারী থানায় জিডি করে বাড়ি পৌছানোর পূর্বেই প্রতিপক্ষদের বিরুদ্ধে মারপিটসহ ঘেরা-বেড়া ও বসত ঘর ভাংচুর করে জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত মঙ্গলবার দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের গোলাবাটি সংলগ্ন নোয়াকাটি মালোপাড়ায় ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে বিধবা মহিলা যমুনা রানী বিশ্বাস ১৯ মে রোববার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার ২০২৩ আইনে মামলা করেছেন, মামলা নং সিআর ৯৬০/২৪। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানাগেছে, কপোতাক্ষ নদ ঘেষা মালোপাড়ায় বসতবাড়ি জমি নিয়ে মৃতঃ বিমল বিশ্বাসের স্ত্রী যমুনা বিশ্বাস ও প্রতিবেশী মৃতঃ গৌর বিশ্বাসের ছেলে তরুন ও তপন বিশ্বাস গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে ইতোপূর্বে তপন বিশ্বাস গংরা পাইকগাছার জজ আদালতে যমুনার ছেলে শুধাংশু বিশ্বাসের বিরুদ্ধে দেওয়ানী  মামলা করেছেন। যা চলমান রয়েছে। স্থানীয়রা বলছেন, যমুনা বিশ্বাস এ জমিতে ঘর বেঁধে থাকেন। তারা আরোও বলেন যমুনা রেকর্ড বুনিয়াদে ও তপন গংরা দলিল বুনিয়াদে এ জমি দাবি করেন। যমুনার ছেলে শুধাংশু জানান, গত মঙ্গলবার সকালে আমার রেকর্ডীয় জমির উপর মা'র বসতঘরের পাশ দিয়ে ঘেরা-বেড়া দিতে থাকলে জেঠাতো ভাই তরুন-তপন গংরা বাঁধা দিয়ে মারপিটের হুমকি দিলে মা'কে নিয়ে থানায় যাই। তিনি অভিযোগ করেণ থানায় জিডি করে বাড়িতে পৌছানোর পূর্বে প্রতিপক্ষরা ঘেরা-বেড়া ও খাটসহ টিনের ছাউনির বসতঘর ভাংচুর করে কপোতাক্ষ নদে ফেলে দেয়। এ সময় নদীতে জালধরা অবস্থায় প্রতিবেশিরা ভাংচুরকৃত বেড়া ও টিনের চাল উদ্ধার করেন। এ সম্পর্কে শুধাংশু বিশ্বাসের স্ত্রী সবিতা বিশ্বাস অভিযোগ করেন, স্বামী-স্বাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে তুষার-সুব্রত গংরা সবকিছু ভাংচুর করে নদে ফেলে দেয়। এ সময় বাঁধা দিলে ওরা আমাকে লাঞ্চিত করে চলে যায়। খরব পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর তথ্য দিয়ে ওসি মো. ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তিনি আইনী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে যমুনা রানি বিশ্বাস রোববার মৃত গৌরপদ বিশ্বাস’র ছেলে বরুন, তরুন ও তপন বিশ্¦াস, তপন বিশ্বস’র ছেলে  সুব্রত বিশ্বাস ও  তরুন বিশ্বাস’র ছেলে দেব্রত বিশ্বাসকে আসামী করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(১)(ক), ৭(১), ৭(২), ৮(১), ১০, ১৬, ২০, ২০(২) ধারা মতে মামলা করেন। আদালত পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
 

সর্বশেষ

জনপ্রিয়