Banglar Chokh | বাংলার চোখ

শেরপুরে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দুটি মামলা

কোর্টকাচারী

শাহরিয়ার মিল্টন,শেরপুর

প্রকাশিত: ১১:০৯, ২৪ মে ২০২৩

সর্বশেষ

শেরপুরে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দুটি মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও শেরপুর পৌর  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ।
মঙ্গলবার দুপুরে ছানোয়ার হোসেন ছানুর আদালতে মামলা দায়েরের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম মামলাটি আমলে নেন। মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রাজশাহীর পটিয়ায় বিএনপির এক জনসভায় ২-৩ জনের প্ররোচনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেন।
বাদীপক্ষের  আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এম. মোছাদ্দেক ফেরদৌসী মামলাটি দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।
মামলার বাদী ছানোয়ার হোসেন ছানু বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্যই প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা শুরু করেছে বিএনপি। তাই তাদের দ্রুত দমানো দরকার। এ মামলা দায়েরের একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরো একটি মামলা দায়ের হয়েছে৷ বুধবার দুপুরে শেরপুর পৌর  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এসময় আদালত মামলাটি আমলে নিয়ে শেরপুর সদর থানায় একটি পুলিশ কেস হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।
সরকার দলীয় পিপি আইনজীবী চন্দন কুমার পাল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। 
মামলার বাদী আনোয়ারুল হাসান উৎপল বলেন, একজন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। আমরা এ বিষয়ে বিচার বিভাগের সুষ্ঠ বিচার প্রত্যাশা করি।
 

সর্বশেষ

জনপ্রিয়