Banglar Chokh | বাংলার চোখ

সিলেটের কোম্পানীগঞ্জে ৩৪৭টি ভারতীয় শাড়ি ও অন্যান্য মালামালসহ ৩ গ্রেফতার

অপরাধ

সিলেট অফিস, স্টাফ রিপোটার

প্রকাশিত: ১২:০৩, ২৪ মে ২০২৩

সর্বশেষ

সিলেটের কোম্পানীগঞ্জে ৩৪৭টি ভারতীয় শাড়ি ও অন্যান্য মালামালসহ ৩ গ্রেফতার

  অদ্য ভোরে কোম্পানীগঞ্জ থানার এসআই  মোঃ শাহ আলম ভূঁইয়া এর নেতৃত্বে  এসআই জনার্দন তালুকদার, এসআই মাসুদ আহমেদ, এএসআই কাঞ্চন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ লিমন পরিবহনের একটি বাসে ঢাকায় পাচার করার জন্য ভারতীয় তৈরি শাড়ি এবং ভারতীয় চিনি বাসের বক্সের ভিতরে লোড করিয়াছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে অত্র থানাধীন টুকেরবাজারস্থ আল মক্কা হোটেলের সামনে ভোলাগঞ্জ সিলেট মহাসড়কের পশ্চিম পাশে লিমন পরিবহনের একটি গাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে গাড়ির বক্সে থাকা ৩৪৭টি ভারতীয় বেনারশি শাড়ী,  ৫ বস্তা ভারতীয় চিনিসহ পরিবহন কাজে ব্যবহৃত  লিমন পরিবহনের  ১টি বাস জব্দ করা হয়। এসময় উক্ত মালামালসমূহ চোরাচালানের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামী স্বপন রায়,  বাকির মিয়া ,  মোঃ আলম ঘটনাস্থল থেকে মালামালসহ গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানা বা সিলেট অঞ্চলে কোন বেনারশি শাড়ীর তৈরির কোম্পানী না থাকায় এ বিষয়ে জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মালামালসমূহ ভারতীয় পণ্য এবং তারা এসকল মালামাল ঢাকা চোরাই ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ভারত হইতে সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল বলে জানান । 

এরই পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয় ।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়