খুলনার পাইকগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার পরোয়ানার সাত আসামিকে আটক করেছে। রোববার রাতে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গদইপুর ইউনিয়নের কুরবান শেখের ছেলে হযরত শেখ (৩৫), ছলিম শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৪৯), সোলাদানা ইউনিয়নের মোহম্মদ আলীর ছেলে কামরুজ্জামান (৪০), কপিলমুনি ইউনিয়নের আত্তাব আলীর ছেলে বিল্লাল (২৭), আবুল হোসেন মোল্লার ছেলে আবুল বাঁশার (২২), পাগল সরদারের ছেলে সামছুর সরদার (৬০), রাড়–লী ইউনিয়নের মান্দার মোড়লের ছেলে আবু তালেব মোড়ল (৬৬)কে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার পরোয়ানার আসামিরা টাকা পয়সা লেনদেনে চেক মামলার আসামি। তাদেরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।