
নিজস্ব ছবি
সৈয়দপুরে কিংবদন্তি লেখক ও জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৭৫ তম জন্মবার্ষিকী পালন করেছে ইন্টারন্যাশনাল স্কুল।
সোমবার(১৩ নভেম্বর) নানা আয়োজনে শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে ওই দিবস পালন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল উপস্থিত বক্তৃতা,কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় লেখক ও সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনীর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন সহকারি শিক্ষক মুনিরা খান, শিক্ষার্থী সারা খাতুন,তাসনিয়া রহমান, সাবেরা মুসফিরাত, সায়না ইসলাম প্রমুখ। সভা শেষে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুসহ শিক্ষকবৃন্দ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক শারমিন আক্তার। এরআগে হুমায়ুন আহমেদ এর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক আসাদুল হক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু বলেন পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে পারদর্শী করতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় নিয়মিত।